Home Uncategorized রাষ্ট্রীয় পেনশনারদের নতুন নিয়মে শীতকালীন ফান্ড প্রদান করবে সরকার

রাষ্ট্রীয় পেনশনারদের নতুন নিয়মে শীতকালীন ফান্ড প্রদান করবে সরকার

by farjul
২৩ views
A+A-
Reset

যুক্তরাজ্যের ওয়ার্ক অ্যান্ড পেনশন বিভাগ হতে ২০০ পাউন্ডের শীতকালীন জ্বালানী ফান্ড প্রদানের জন্য নিয়মের বড় পরিবর্তন করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। ১৯৫৮ সালের ২২ সেপ্টেম্বরের আগে যারা জন্মগ্রহণ করেছেন তারা এই বছর ২০০ পাউন্ডের শীতকালীন জ্বালানী ফান্ড পাওয়ার যোগ্য হবেন বলে জানিয়েছে ওয়ার্ক অ্যান্ড পেনশন বিভাগ। ডিডাব্লুপি নিশ্চিত করেছে সারাদেশ জোরে জীবনযাত্রার সঙ্কটের ব্যয় অব্যাহত রয়েছে।

শীতকালীন ফান্ড তাদের প্রদান করা হবে যারা পেনশন ক্রেডিট, ইউনিভার্সাল ক্রেডিট বা ইনকাম সাপোর্ট সুবিধা পান। বর্তমানে যুক্তরাজ্যে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য ৬৬ বছর বয়ষ্ক লোকদের পেনশন ক্রেডিট প্রদান করা হয়ে থাকে।

আপনি যদি রাষ্ট্রীয় পেনশন পাওয়ার বয়সে পৌঁছে থাকেন তাহলে আপনি গেরান্টি ক্রেডিট সুবিধা ভোগ করবেন। এছাড়া কোনো সিঙ্গেল ব্যক্তি যদি সাপ্তাহিক আয় ২১৮.১৫ পাউন্ড এবং পরিবারের ক্ষেত্রে সাপ্তাহিক আয় যদি ৩৩২.৯৫ পাউন্ডের কম হয় তাহলে গ্যারান্টি ক্রেডিট সুবিধা দাবি করতে পারেন।

উল্লেখ্য যে ৮০ বছরের বেশি বয়সের পেনশনাররা ৩০০ পাউন্ড পাবেন বলে তথ্যমতে জানা যায়।
শীতকালীন জ্বালানী পেমেন্ট কোয়ালিফাইং সপ্তাহের কমপক্ষে এক দিন আগে যদি পেনশন ক্রেডিট পাওয়ার অধিকারী হন তাহলে প্রত্যেকে স্বয়ংক্রিয়ভাবে শীতকালীন জ্বালানী ফান্ড হতে অর্থ পাওয়ার জন্য স্বয়ংক্রিয়ভাবে যোগ্য হবেন।

সূত্রঃ ইয়াহু নিউজ

এম.কে
০৩ সেপ্টেম্বর ২০২৪

You may also like

Leave a Comment

স্বতন্ত্র টিভি

আমরা শুধুই সত্যে ও নিরপেক্ষতার অঙ্গীকারে। কোনো দলের পক্ষে নয়, কোনো মতের পক্ষে নয়—আমরা তুলে ধরব শুধুই সত্য ও নিরপেক্ষ সংবাদ এবং স্বচ্ছ বিশ্লেষণ । ‘স্বতন্ত্র টিভি’ আপনাদের মতামতের জন্য উন্মুক্ত একটি প্ল্যাটফর্ম।