Home Uncategorized লেবাননজুড়ে হিজবুল্লাহর সহস্রাধিক ওয়্যারলেস ডিভাইস বিস্ফোরণে আহত ইরানি রাষ্ট্রদূত

লেবাননজুড়ে হিজবুল্লাহর সহস্রাধিক ওয়্যারলেস ডিভাইস বিস্ফোরণে আহত ইরানি রাষ্ট্রদূত

by farjul
১৬ views
A+A-
Reset

মধ্যপ্রাচ্যের দেশ লেবাননজুড়ে একযোগে কয়েক শ ‘পেজার’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পেজার এক ধরনের ছোট টেলিযোগাযোগ যন্ত্র। এই ঘটনায় এখন পর্যন্ত ৮ জন নিহত ও ২৭৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই বিস্ফোরণে দেশটিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মুজতবা আমানিও সামান্য আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ফারস নিউজ এক প্রতিবেদনে বলেছে, ‘আমানির শরীরের উপরিভাগে আঘাত লেগেছে এবং তিনি বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।’ তবে ইরানি দূতাবাসের আর কোনো কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন কি না সে বিষয়ে কোনো তথ্য দেয়নি সংবাদমাধ্যমটি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে এই পেজার খুব একটা ব্যবহৃত না হলেও লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই ডিভাইসটি ব্যাপক হারে ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে। এই সিরিজ বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলের হাত আছে কি না তা এখনো জানা যায়নি। তবে এই হামলা হিজবুল্লাহর নিরাপত্তায় বড় ধরনের ধাক্কা।

বিভিন্ন সূত্রে জানা গেছে, লেবাননের বিভিন্ন স্থানে হাজার খানেক পেজার বিস্ফোরিত হয়েছে। প্রায় এক ঘণ্টা সময় ধরে দেশটির বিভিন্ন এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সময় আজ মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে বিস্ফোরণ শুরু হয়ে পরবর্তী প্রায় ১ ঘণ্টা সময় ধরে ডিভাইসগুলো বিস্ফোরিত হতে থাকে।

লেবাননের গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানিয়েছে, লেবানন জুড়ে বিপুলসংখ্যক বেতার যোগাযোগ ডিভাইস বিস্ফোরিত হয়েছে। বিশেষ করে বৈরুতের দক্ষিণ শহরতলিতে—যেখানে হিজবুল্লাহর শক্ত অবস্থান আছে। যার ফলে বিপুলসংখ্যক লোক আহত হয়েছে। তবে সূত্রটি ঠিক কতটি পেজার বিস্ফোরিত হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি।

এই বিস্ফোরণের ঘটনার পর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্রাইসিস অপারেশন সেন্টার জরুরি ভিত্তিতে বিপুলসংখ্যক আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সব চিকিৎসাকর্মীর ছুটি বাতিল করেছে এবং তাদের নিজ নিজ হাসপাতালে যেতে বলেছে। একই সঙ্গে তাদের পেজার ব্যবহার থেকে দূরে থাকতে বলেছে। লেবাননের রেড ক্রস জানিয়েছে, তারা সারা দেশে ৫০ টিরও বেশি অ্যাম্বুলেন্স এবং ৩০০ স্বাস্থ্যকর্মী মোতায়েন করেছে হতাহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য।

সূত্রঃ আল জাজিরা

এম.কে
১৭ সেপ্টেম্বর ২০২৪

You may also like

Leave a Comment

স্বতন্ত্র টিভি

আমরা শুধুই সত্যে ও নিরপেক্ষতার অঙ্গীকারে। কোনো দলের পক্ষে নয়, কোনো মতের পক্ষে নয়—আমরা তুলে ধরব শুধুই সত্য ও নিরপেক্ষ সংবাদ এবং স্বচ্ছ বিশ্লেষণ । ‘স্বতন্ত্র টিভি’ আপনাদের মতামতের জন্য উন্মুক্ত একটি প্ল্যাটফর্ম।