Home Uncategorized ৫ বিলিয়ন ডলার অর্থ সহায়তা দেবে আইডিবি

৫ বিলিয়ন ডলার অর্থ সহায়তা দেবে আইডিবি

by farjul
১৭ views
A+A-
Reset

আগামী ৩ বছরে বাংলাদেশকে ৪০০ থেকে ৫০০ কোটি ডলার অর্থ সহায়তা দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-আইডিবি। রাষ্ট্র সংস্কারের বিভিন্ন খাতের জন্য এই অর্থ দেবে তারা।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে আইডিবির আঞ্চলিক প্রধান নাসিস সোলাইমানের এক বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। এ অর্থ একটি প্যাকেজের আওতায় দেওয়া হবে। ২০২৬ সালের মধ্যে তিন বছরে বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় ঋণ সহায়তা দেবে আইডিবি।

এসময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন বলেন, ‘ভৌত অবকাঠামোসহ সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া রাস্তাঘাট নির্মাণে এ সহায়তা করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। জ্বালানি, বিদ্যুৎ খাতেও সহায়তা করবে সংস্থাটি।’

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এ পরিস্থিতি পুনরুদ্ধারে আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার তাড়াতাড়ি। আমাদের যত উন্নয়ন প্রজেক্ট আছে সেখানে বিশ্বব্যাংক সবচেয়ে বড় দাতা গোষ্ঠী। আমরা লিকুইডিটি সাপোর্টের জন্য তাদের বলেছি, তারা সম্মত হয়েছে দিতে।’

অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংকের তারল্য সংকট উত্তরণের জন্য সহায়তা চাওয়া হয়েছে বিশ্ব ব্যাংকের কাছে। এ ব্যাপারে ইতিবাচক তারা। তবে, বিষয়টি নিয়ে আরও আলোচনা হবে তাদের সঙ্গে।

আইডিবির আঞ্চলিক প্রধান নাসিস সোলাইমান বলেন, ‘বাংলাদেশের জ্বালানি, অবকাঠামোগত উন্নয় ও জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবিলায় প্রায় ৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিবে ইসলামিক ডেভলমেন্ট ব্যাংক। সাইক্লোন সেন্টার, বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো প্রান্তিক যোগাযোগ উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহী আমরা।’

এম.কে
১৭ সেপ্টেম্বর ২০২৪

You may also like

Leave a Comment

স্বতন্ত্র টিভি

আমরা শুধুই সত্যে ও নিরপেক্ষতার অঙ্গীকারে। কোনো দলের পক্ষে নয়, কোনো মতের পক্ষে নয়—আমরা তুলে ধরব শুধুই সত্য ও নিরপেক্ষ সংবাদ এবং স্বচ্ছ বিশ্লেষণ । ‘স্বতন্ত্র টিভি’ আপনাদের মতামতের জন্য উন্মুক্ত একটি প্ল্যাটফর্ম।