Home Uncategorized প্রেমিকের আগুনে ৭৫ শতাংশ পুড়ে গেছে অলিম্পিক অ্যাথলেটের

প্রেমিকের আগুনে ৭৫ শতাংশ পুড়ে গেছে অলিম্পিক অ্যাথলেটের

by farjul
২০ views
A+A-
Reset

প্যারিস অলিম্পিকে মেয়েদের ম্যারাথনে ৪৪তম স্থানে থেকে শেষ করেছিলেন উগান্ডার দৌড়বিদ রেবেকা চেপ্টেগি। অলিম্পিক থেকে ফিরে মর্মান্তিক এক ঘটনার শিকার হলেন কেনিয়ায় বসবাসরত ৩৩ বর্ষী তারকা। প্রেমিকের দেয়া আগুনে পুড়ে এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন।

কেনিয়া ও উগান্ডার সংবাদমাধ্যম জানাচ্ছে, পেট্রোল ঢেলে রেবেকার শরীরে আগুন ধরিয়ে দেন প্রেমিক। সংকটাপন্ন অবস্থায় কেনিয়ার এলডোরেটেরের হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ডাক্তার ও পুলিশ নিশ্চিত করেছেন, শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে রেবেকার।

ট্রান্স এনজোইয়া কাউন্টি পুলিশ কমান্ডার জেরেমিয়া ওলে কোসিওম জানাচ্ছেন, রেবেকার প্রেমিক ডিকসন এনডিমা একটি জেরিক্যান পেট্রোল কেনেন। প্রেমিকার সঙ্গে মতবিরোধের জেরে এমন করেছেন তিনি। ঘটনায় প্রেমিক নিজেও আহত হয়েছেন।

এম.কে
০৩ সেপ্টেম্বর ২০২৪

You may also like

Leave a Comment

স্বতন্ত্র টিভি

আমরা শুধুই সত্যে ও নিরপেক্ষতার অঙ্গীকারে। কোনো দলের পক্ষে নয়, কোনো মতের পক্ষে নয়—আমরা তুলে ধরব শুধুই সত্য ও নিরপেক্ষ সংবাদ এবং স্বচ্ছ বিশ্লেষণ । ‘স্বতন্ত্র টিভি’ আপনাদের মতামতের জন্য উন্মুক্ত একটি প্ল্যাটফর্ম।