Home Uncategorized সৌদি ধনকুবের মোহাম্মদ আল ফায়দের নামে কর্মীদের ধর্ষণের অভিযোগ

সৌদি ধনকুবের মোহাম্মদ আল ফায়দের নামে কর্মীদের ধর্ষণের অভিযোগ

by farjul
২৪ views
A+A-
Reset
সৌদি ধনকুবের মোহাম্মদ আল ফায়দের ৫ জন নারী কর্মী জানিয়েছেন তারা লন্ডনে লাক্সারি ডিপার্টমেন্ট স্টোরে কাজ করার সময় প্রাক্তন হ্যারোডস বস কর্তৃক  ধর্ষিত হয়েছিলেন।
বিবিসিকে ২০ জনের বেশি মহিলা প্রাক্তন কর্মচারী জানিয়েছেন সৌদি ধনকুবের প্রতিনিয়ত তাদের যৌন নির্যাতন করতেন।
হ্যারোডসের বর্তমান মালিকরা বলেন তারা মোহাম্মদ আল ফায়দের নামে যৌন নির্যাতনের অভিযোগ শুনে  হতবাক হয়ে গিয়েছেন। এইসব অভিযোগের কারণে তারা ক্ষতিগ্রস্থদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন।
উল্লেখ্য যে সৌদি ধনকুবের কর্তৃক যৌন নির্যাতনের ঘটনা লন্ডন, প্যারিস, সেন্ট ট্রোপেজ এবং আবুধাবিতে ঘটেছিল বলে ধারনা করা হয়। সৌদি ধনকুবের ফায়েদ ৯৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ফায়েদের মৃত্যুর আগেও তিনি যৌন নির্যাতনের অভিযোগের মুখোমুখি হয়েছিলেন বলে জানা যায়। বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, বিবিসি বিশ্বাস করে সৌদি ধনকুবের কর্তৃক আরো অনেক মহিলাকেও লাঞ্ছিত করা হয়।
সূত্রঃ বিবিসি
এম.কে
২০ সেপ্টেম্বর ২০২৪

You may also like

Leave a Comment

স্বতন্ত্র টিভি

আমরা শুধুই সত্যে ও নিরপেক্ষতার অঙ্গীকারে। কোনো দলের পক্ষে নয়, কোনো মতের পক্ষে নয়—আমরা তুলে ধরব শুধুই সত্য ও নিরপেক্ষ সংবাদ এবং স্বচ্ছ বিশ্লেষণ । ‘স্বতন্ত্র টিভি’ আপনাদের মতামতের জন্য উন্মুক্ত একটি প্ল্যাটফর্ম।