১৭
জাতিসংঘের সাধারণ সভায় যোগ দিতে শনিবার আমেরিকা সফরে যাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মাঝে খালিস্তানি নেতা পান্নুন হত্যাকাণ্ডের জন্য সমন জারি করল আমেরিকার এক আদালত। জাতিসংঘের সাধারণ সভায় যোগ দিতে শনিবার আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে এই ঘটনা নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্কে টানাপড়েন তৈরি করতে পারে বলে কূটনীতিকদের একাংশের আশঙ্কা।
নিষিদ্ধ খলিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিস (এসএফজে)-এর নেতা গুরুপতবন্ত সিংহ পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে তলব করল আমেরিকার আদালত। দক্ষিণ নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট কোর্ট এই মামলায় সমন পাঠিয়েছে ভারত সরকার এবং ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর প্রাক্তন প্রধান সমন্ত গোয়েলকেও।
ডোভাল এবং গোয়েলের পাশাপাশি ‘র-এর এজেন্ট’ বলে চিহ্নিত করে বিক্রম যাদব নামে এক ব্যক্তি এবং আমেরিকার হেফাজতে থাকা ভারতীয় ব্যবসায়ী নিখিল গুপ্তকেও ‘খুনের ষড়যন্ত্রে জড়িত’ বলে চিহ্নিত করা হয়েছে নিউ ইয়র্কের আদালতের নথিতে। ২১ দিনের মধ্যে এ বিষয়ে ভারত সরকারের জবাব চেয়েছে আমেরিকার আদালত।
সূত্রঃ আনন্দবাজার
এম.কে
২০ সেপ্টেম্বর ২০২৪